দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
শুক্রবার ডায়মন্ড বারে বাফলার আউটরিচ ফান্ড রাইজিং ডিনার
চ্যারিটির কাজের জন্য অর্থ সংগ্রহ করতে ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বারে আউটরিচ ফান্ড রাইজিং ডিনার আয়োজন করেছে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’। সংগঠনটির চ্যারিটি ইউনিটের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় ডায়মন্ড প্যালেসে (1241 South Grand Ave, Diamnd bar, CA 91765) আয়োজিত এই অনুষ্ঠানে ফান্ড রাইজিংয়ের পাশাপাশি বাফলার প্রজেক্ট প্রেজেন্টেশন, সংগীতানুষ্ঠান ও ডিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের কোনো প্রবেশ ফি নেই।
মানবিক এই আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বাফলা নেতৃবৃন্দ।
শেয়ার করুন