দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
কভিড-১৯; বিনোদনকেন্দ্রে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র বানালো লস এঞ্জেলেস মেয়র
লস এঞ্জেলেস শহরের 'হোমলেস পিপল'
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট হোমলেসদের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে এমন সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের তিনটি স্টেটকে কভিড-১৯ (করোনাভাইরাসের) জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। স্টেট তিনটি হল নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও রাজধানী ওয়াশিংটন ডিসি।
ক্যালিফোর্নিয়ার অন্যতম একটি কাউন্টি হল লস এঞ্জেলেস। প্রাণঘাতী এই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর হার লস এঞ্জেলেস কাউন্টিতে। আজ বৃহস্পতিবার পর্যন্ত এই কাউন্টিতে ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারায় ২১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২১৬ জন।
সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে শহরটির উদ্বাস্তু ও গৃহহীন মানুষের ভাইরাসটিকে আক্রান্ত হবার ঝুঁকির কথা। যারা মার্কিন সমাজে ‘হোমলেস পিপল’ নামে পরিচিত।
আর এই গৃহহীন মানুষের করোনাভাইরাসে সংক্রমণের কথা চিন্তা করে অসাধারণ এক উদ্যোগ নেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। তিনি নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে এ সমস্ত গৃহহীন মানুষের জন্য আপদকালীন আশ্রয়কেন্দ্র নির্মাণ করেন।
আপাতত ৮টি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন পড়লে এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও সংখ্যা বাড়তে পারে। এমন তথ্য জানানো হয় লস এঞ্জেলেস ডেইলি’র প্রকাশিত এক খবরে।
কয়দিন আগেই এক নির্বাহী আদেশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়ে এলএ কাউন্টির সকল বিনোদন ও পর্যটন স্থানগুলো। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত,ব্যায়ামাগার, বারসহ অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার লস এঞ্জেলেস মেয়র ব্যবসায়ী ও কর্মচারীদের সহায়তা করার জন্য একটি কল সেন্টার চালু করেন। বলা হয়, এই কেন্দ্রের মাধ্যমে ব্যবসায়ীদেরকে পাবলিক হেলথের বিভিন্ন বিষয়ে সচেতনতা করা হবে। সেইসাথে সাম্প্রতিক রিলিফ প্যাকেজ, জরুরি আর্থিক লোন কর্মসূচী, কেন্দ্রীয় ও স্টেট সরকারের নানাবিধ সহায়তা কার্যক্রম, ওয়ার্কশেয়ার কার্যক্রম ইত্যাদি বিষয়ে তথ্য জানানো ও সহায়তা করা হবে।
তাছাড়া,এই সহায়তা কেন্দ্রটি বেকারত্ব বীমা দাবি দায়ের, কর্মসংস্থানের সন্ধান ও অন্যান্য বিষয়ে সহায়তা করা হবে বলে জানানো হয়।
/এলএ বাংলা টাইমস/
শেয়ার করুন