‘ওয়াইএমসিএ’র ছাঁটাইকৃত কর্মীদের চাকরির ঘোষণা দিলেন লস এঞ্জেলেস মেয়র
ছবিঃ এলএ বাংলা টাইমস
পুরো লস এঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী
করোনাভাইরাসের ভয়ানক সংক্রমণ। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে ভাইরাসটিতে সংক্রমিত ও
মৃত লোকের সংখ্যা।
আর এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে রাত দিন কাজ করে যাচ্ছে লস এঞ্জেলস মেয়র এরিক গারসেট্টি।
চলতি সপ্তাহে, পুরো লস এঞ্জেলেস জুড়ে নয়টি ‘ওয়াইএমসিএ’ সুবিধা চালু করতে যাচ্ছেন মেয়র। মহামারীর এই সময়ে গৃহহীনদের সহায়তার জন্য এই কেন্দ্রগুলো খোলা হচ্ছে।
হোমলেস পিপলদের জন্য সবসময় এই সুবিধা খোলা থাকবে বলে জানায় লস এঞ্জেলেস মেয়র। এখানে তারা রেস্টরুম, শাওয়ার এবং লকার রুম ইত্যাদি সুবিধা পেয়ে থাকবে। সেইসাথে তাদের পাবলিক ওয়ার্কস বোর্ডের সাথে যুক্ত করা হচ্ছে।
আর এই সমস্ত সুবিধাগুলি এই সপ্তাহের শেষে খোলা হবে। হোমলেস পিপলদের জন্য এই সুবিধা চালু করতে নতুন এক ঘোষণা দেন তিনি। ওয়াইএমসিএ কেন্দ্রগুলি ছাঁটাই হওয়া কর্মীদের চাকরি পাওয়ার ঘোষণা দেন।
আজ মঙ্গলবার সকাল ৬টায় এক প্রেস ব্রিফিং এ এমন ঘোষণা দেন।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন