লস এঞ্জেলেসে করোনায় নারীর চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা
ছবিঃ এলএ বাংলা টাইমস
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে পুরো লস এঞ্জেলেস জুড়ে। নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটিতে।
ভাইরাসটিতে আক্রান্তদের নিয়ে বিভিন্ন সমীক্ষা ও গবেষণা করে যাচ্ছে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ ও কাউন্টি কর্তৃপক্ষ। তাছাড়া, পাবলিক হেলথ কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকাশ করে থাকে।
পাবলিক হেলথের প্রকাশিত তালিকায় দেখা যায়, পুরো লস এঞ্জেলেস কাউন্টি জুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা। কাউন্টিতে নারীর তুলনায় পুরুষের সংক্রমণ হার বেশি। অবশ্য এখনো এই বিষয়ে কোন বিশ্লেষণ প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয় ৩ হাজার ৭৯২ জন পুরুষ। আর আক্রান্ত নারীর সংখ্যা ৩ হাজার ৫১৪ জন। শতাংশ হিসেবে এই সংখ্যা কম মনে হলেও মোট আক্রান্তের এই সংখ্যায় পুরুষরাই এগিয়ে।
তাছাড়া, ভাইরাসটিতে আক্রান্তদের নিয়ে বয়সের ৪টি ক্যাটাগরি করেন লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ। নিচে বয়সভিত্তিক শ্রেণিবিভাগ ও সংক্রমণের সংখ্যাও তুলে ধরা হয়।
০-১৭ বৎসর বয়সঃ এই বয়সটা শিশু হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কাউন্টিতে এখনো পর্যন্ত আক্রান্ত হন ৮০ জন শিশু।
১৮-৪০ পর্যন্ত বয়সঃ কাউন্টি স্বাস্থ্য বিভাগের বয়সের এই সীমাকে আমরা তরুণ বলতে পারি। এখনো পর্যন্ত এই বয়স সীমায় আক্রান্ত হয় ২ হাজার ৪০৯ জন।
৪১-৬৫ পর্যন্ত বয়সঃ এই সীমায় আক্রান্ত হন সবচেয়ে বেশি লোক। তাদের আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭০ জন।
৬৫ বৎসরের উপরেঃ ৬৫ বৎসরের উপরে আক্রান্ত বৃদ্ধের সংখ্যা ১ হাজার ৪৯৯ জন।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন