এবার প্রমাণ লোপাটের দায়ে গ্রেফতার হয় ভেনটুরা শেরিফের এক ডেপুটি
ছবিঃ এলএ বাংলা টাইমস
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ প্রধানের পাগলামি সর্বজন বিদিত। নির্বাহী আদেশের মধ্যেও দুইবার অস্ত্রের দোকান বন্ধ করে আবার চালু করার অনুমতি দেন। অবশ্য এর জন্য শাস্তিও পেতে হয়েছে তাকে।
কর্তৃপক্ষ তাকে ভাইরাস সংক্রমণকালীন সময়ে ‘ইমারজেন্সি অপারেশন্স’ কার্যক্রম প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এবার প্রমাণ লোপাটের দায়ে গ্রেফতার করা হয় ভেনটুরা কাউন্টি শেরিফের এক ডেপুটিকে।
২৭ বৎসর বয়স্ক এই শেরিফ ডেপুটি এক নারীর নামে প্রথমে মাদকের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। তারপর ঐ নারীকে ফাঁসাতে মিথ্যা প্রমাণও বানিয়ে ফেলেন তিনি। আর এখন নিরীহ ঐ নারীকে মিথ্যা অভিযোগ ও প্রমাণ দিয়ে ফাঁসাতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গেছেন।
নিজ সহকর্মীদের হাতেই গ্রেফতার হলেন এই কাউন্টি শেরিফের এই ডেপুটি। কলঙ্কিত এই পুলিশ ডেপুটির নাম ব্যারিউস। অবশ্য তিনি কেন দোষী নয় এমন প্রমাণ সংগ্রহের অনুমতি নিয়ে আজ শুক্রবার জামিন পান।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন