প্রণোদনার প্রথম ডিপোজিট পৌঁছে দিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক মন্দাভাব কাটাতে ২.২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রণোদনার প্রথম ডিপোজিট নাগরিকদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)।
আজ শনিবার এক টুইট বার্তায় আইআরএস জানায়, আমরা জানি নাগরিকরা প্রণোদনার এই ডিপোজিট পাওয়ার জন্য খুবই আকুল। আর তাই আমরা প্রণোদনার প্রথম কিস্তি ট্যাক্সপেয়ারদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি।
যারা ২০১৮ বা ২০১৯ সালে আয়কর বিবরণী জমা দিয়েছে বা আমাদের ডিরেক্ট ডিপোজিট জমা করেছে তাদের ক্ষেত্রে এই প্রণোদনার টাকা পাঠানো সামনের দিনেও অব্যাহত থাকবে।
কিন্তু যারা আমাদেরকে এই দুই বৎসর আয়কর বিবরণী জমা করে নি বা ডিরেক্ট ডিপোজিট জমা দেয়নি তাদের ক্ষেত্রে এই প্রণোদনার টাকা পেতে আরও অপেক্ষা করতে হবে। হয়তোবা আরও কয়েক সপ্তাহ, এমনকি মাসও অপেক্ষা করা লাগতে পারে।
২০২০ সালের শেষ অব্দি এই প্রণোদনার টাকা পাঠানো অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন