এবার করোনায় মারা গেল লস এঞ্জেলেস কাউন্টির ২ কর্মকর্তা
ছবিঃ এলএ বাংলা টাইমস
প্রাণঘাতী করোনা ভাইরাসকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন অদৃশ্য শক্তি হিসেবে। করোনা যেন সত্যিই এক অদৃশ্য শক্তি। ধনী, গরীব, ডাক্তার,পুলিশ, শিল্পী, রাজনীতিবিধ কেউই রক্ষা পাচ্ছে না প্রাণঘাতী এই ভাইরাসটি থেকে।
এবার মরণব্যাধী এই ভাইরাসটির কবলে প্রাণ হারাল লস এঞ্জেলেস কাউন্টির ২ কর্মকর্তা।
মৃত্যুর আগেও তারা কাউন্টির বাসিন্দাদের প্রাণঘাতী এই ভাইরাসটির হাত থেকে বাঁচাতে প্রাণপণ কাজ করে যাচ্ছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস প্রাণনাশক এই ভাইরাসটি তাদেরই প্রাণ কেড়ে নিল।
গতকাল শুক্রবার লস এঞ্জেলেসের দায়িত্বশীল মেয়র এরিক গার্সেট্টি অত্যন্ত দুঃখের সাথে তার সহকর্মীদের এই মৃত্যুর খবর জানান। ঘোষণা করেন ভাইরাসটির কবলে তার সহযোদ্ধাদের মৃত্যুর বিষয়টি।
সেইসাথে এই ঘটনাকে লস এঞ্জেলেস পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন মেয়র। আর হয়তোবা এই কারণেই ভাইরাসটিতে মৃত সহকর্মীদের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। সেইসাথে পরিচয়ও গোপন রাখেন।
তাছাড়া, একইদিনে লস এঞ্জেলেস ফায়ার বিভাগের ১৫ জন কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হন। নানা সতর্কতা বিধি নেওয়ার পরও পুলিশ বিভাগের ৫২ জন সদস্য আক্রান্ত হন বলে জানান গার্সেট্টি।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন