‘স্টে অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল লস এঞ্জেলেস
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
গতকাল শুক্রবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো কাউন্টি জুড়ে চালু করা ‘স্টে অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।
চলমান এই নির্বাহী আদেশের মেয়াদ আরও এক মাসের জন্য বাড়িয়ে আগামী মে মাসের ১৫ তারিখ পর্যন্ত করা হয়েছে।
ঘরে থাকার এই নির্বাহী আদেশের সময় বাড়ানোর বিষয়ে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. বারবারা ফেরার একটি ব্যখ্যা দেন। তিনি জানান, আমাদের সকলের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে। আমরা চাই না আমাদের সবার প্রিয় লস এঞ্জেলেস মৃত্যু নগরীতে পরিণত হউক।
কাউন্টির হেলথ সার্ভিসের পরিচালক ক্রিসটিনা ঘালি জানান, কাউন্টির প্রজেকশন অনুসারে ৯৫.৬ শতাংশ বাসিন্দা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এটা একটা সম্ভাবনা।
তিনি আরও জানান, যেহেতু আমরা ঘরে থাকলে এই সংক্রমণের হার কম থাকছে। তাই আমাদের সকলের উচিত ঘরে থাকা। তাছাড়া, এটা ছাড়া আমদের হাতে তেমন কোন করণীয় নেই।
অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়তে আমাদের সকলের উচিত ঘরে থাকা।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন