ক্যালিফোর্নিয়াকে ‘প্রাইভেট প্রিজন’ ব্যবহারের নির্দেশ দিল আদালত
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ‘হোমলেস পিপল’ থেকে শুরু করে চাকরি হারানো ব্যক্তি সবার জন্য নেওয়া হচ্ছে নানান উদ্যোগ।
কিন্তু এখনো পর্যন্ত থমকে আছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে থাকা ৫০ হাজার কারাবন্দীর সুরক্ষার বিষয়টি। ইতোমধ্যে কয়েকজন বন্দী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার কারাগারগুলোতে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সেইসাথে বন্দীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ‘প্রাইভেট প্রিজন’ ব্যবহারের নির্দেশনা দিলেন আদালত। গত শুক্রবার মোবাইলের মাধ্যমে হওয়া বিচারকার্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ জন টিগার এমন নির্দেশনা দেন।
এর আগেও কারাবন্দীদের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যালিফোর্নিয়ার কারা কর্তৃপক্ষ অনেকবার লঘু অপরাধীদের মুক্তি দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানান। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত আদালতে টিকেনি। কোন বিচারক প্রাণঘাতী এই ভাইরাসটির জন্য কারাবন্দীদের মুক্তি দিতে দায়িত্ব নিয়ে চায়নি।
তাদের মতে কোন মহামারিতে কারাবন্দীদের মুক্তি দিতে হবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রীয় আইন অনেকটাই অস্পষ্ট। তাই বারবার এই বিষয়টি আদালত থেকে ফিরে এসেছে। যদিও এখনো কিছু আইনজীবী কারাবন্দীদের সুরক্ষা নিশ্চিত করতে বিষয়টির পিছনে লেগে রয়েছে।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন