ঘরে ও গাড়িতে বসে ইস্টার পালন করলেন ক্যালিফোর্নিয়ানরা
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইস্টার। নানা ধর্মীয় ও সামাজিক উৎসব আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসবটি পালন করে থাকে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন।
কিন্তু এবারের আয়োজন ব্যতিক্রম। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অন্যসব বছরের মতো করে এবার পালন করতে পারেনি ইস্টার। বলতে গেলে অনেকটা সাদামাটাভাবেই পালন করেন এই ধর্মীয় উৎসব।
ক্যালিফোর্নিয়ান খ্রিষ্টান সম্প্রদায় এতো বড় ধর্মীয় উৎসব পালন করে বাড়িতে থেকে। কেউ কেউ অবশ্য গাড়িতে করে এই উৎসব পালনের চেষ্টা করেন। শুধু যে নির্বাহী আদেশ পালন করতে গিয়ে ঘরে বসে এতো বড় উৎসব পালন করেন এমন নয়।
ঘরে বসে ইস্টার পালন করেছেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেল অদৃশ্য এই ভাইরাসের কারণে তারা উৎসব করে ইস্টার উদযাপন করার সাহস করে উঠতে পারেনি। তারা জানান, বেশিরভাগ খ্রিষ্টানই প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে ভীত। তাই ভেবেছে, এই বৎসর না হয় উৎসব আর আয়োজন করে ইস্টার না ই পালন করলাম।
এতো বড় উৎসবে ক্যালিফোর্নিয়ার সকল চার্চ ছিল জনশূন্য। লো এঞ্জেলেসের সেন্ট প্যাট্রিক ক্যাথলিক চার্চে খোঁজ নিয়ে জানা যায় এক নতুন খবর। আদালত বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো চার্চের প্রার্থনা কাজে ব্যবহার করা হয় প্রযুক্তি।
আজ রবিবার পাদ্রী নিকোলাস টোলেডানোর প্রার্থনায় সেখানে ৫০০ জন সদস্য ফেইবুকের মাধ্যমে যুক্ত হন প্রার্থনা কাজে।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন