বেকারসফিল্ডে ৬ জন গুলিবিদ্ধ
ছবিঃ এলএ বাংলা টাইমস
প্রাণঘাতী করোনাভাইরাসের ক্যালিফোর্নিয়া জুড়ে বেড়েছে অপরাধের চিত্র। প্রায় প্রতিদিনই ঘটছে গুলিবিদ্ধের ঘটনা। কোথাও একজন, কোথাও দুইজন।
এবার কর্ণ কাউন্টির বেকারসফিল্ডে একটি প্রাইভেট পার্টিতে একসাথে ৬ জন গুলিবিদ্ধ হয়।
কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতের পরেই বেকারসফিল্ড একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কয়েক ডজন লোকের উপস্থিতিতে হওয়া একটি পার্টিতে ছয়জন গুলিবিদ্ধ হয়।
কর্ন কাউন্টি শেরিফের তথ্য অনুসারে, পাইওনিয়ার ড্রাইভের ৩৫০০ ব্লকের একটি এপার্টমেন্টে এই দুর্ঘটনা ঘটে। একটি মেয়ে মোট সহ ছয়জন গুলিবিদ্ধ হয়। তাছাড়া, প্রাপ্তবয়স্কদের মধ্যে চার জন নারী ও একজন পুরুষ।
প্যারামেডিকরা আক্রান্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। আক্রান্তদের অবস্থা তেমন সঙ্কটাপন্ন নয় বলে জানান চিকিৎসকরা। সন্দেহভাজনদের এখনও ধরতে পারেনি পুলিশ।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন