ইস্টারের দিন অজ্ঞাত লাশ পাওয়া গেল অরেঞ্জ কাউন্টির এক চার্চে
ইন্টারনেট থেকে নেওয়া ছবি
গতকাল রবিবার ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের এক পবিত্র দিন। পুরো বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায় দিনটি পালন করে উৎসবমুখরভাবে।
আর এই ইস্টারের দিন পাওয়া গেল এক অজ্ঞাত লাশ। তাও আবার একটি চার্চে
ফুলারটনের একটি গির্জার পার্কিংয়ে পাওয়া এই মৃতদেহ নিয়ে অবশ্য একটি হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ বিভাগ।
মৃতদেহের খবর পাওয়ার পরে, পুলিশ অফিসাররা প্রায় দুপুর ২টার দিকে কমনওয়েলথ অ্যাভিনিউ ও গিলবার্ট স্ট্রিটের মোড়ে কাছে যিহোবারের কিংডম হলে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করে। এমন তথ্য জানায় ফুলারটন পুলিশ বিভাগ।
কর্তৃপক্ষের মতে, মৃতদেহ পাওয়ার সময় গির্জা বা পার্কিংয়ের ভিতরে কেউ ছিল না।
মৃতদেহ এখনো সনাক্ত করা যায় নি। সেইসাথে মৃত্যুর কারণ সম্পর্কেও খুব বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন