এবার করোনায় বন্ধ হল লস এঞ্জেলেসের ‘এনিমেল সেন্টার’
ছবিঃ এলএ বাংলা টাইমস
এবার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে লস এঞ্জেলস কাউন্টির এনিমেল সেন্টারগুলোতে। অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, নগরীর এনিমেল সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে।
এবার হলও তাই। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ভয়ে এবার বন্ধ হয়ে গেল নগরীর দুটি এনিমেল সেন্টার।
এর আগে নিউইয়র্কের একটি চিড়িয়াখানায় ‘নাদিয়া’ নামের একটি বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়। আর এই ঘটনার পর লস এঞ্জেলেস চিড়িয়াখানার সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়।
কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত পশুদের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ বিষয়ে কিছু বলেনি। এখনো পর্যন্ত একটি বিড়াল আর বাঘের বাইরে পশুদের মধ্যে এই সংক্রমণের খবর পাওয়া যায়নি।
তবুও ভাইরাসটির ভয়ে নগরীর ওয়েস্ট ভ্যালী ও নর্থ সেন্টার এনিমেল সার্ভিস বন্ধ হয়ে যায়।
ভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে আপনি যদি কোনও পোষা প্রাণী গ্রহণ করতে চান। তবে অনুগ্রহ করে আপনাকে এল.এ. অ্যানিমাল সার্ভিসেস ওয়েবসাইটটি দেখুন বা 888-452-7381 কল অনুরোধ করা হয়েছে।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন