করোনায় ফাঁকা হয়ে যাচ্ছে লস এঞ্জেলেসের জুভিনাইল হল
ছবিঃ এলএ বাংলা টাইমস
পুরো লস এঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। আর মরণব্যাধী এই ভাইরাসের কারণে ফাঁকা হয়ে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টির জুভিনাইল হলগুলো।
যদিও এখনো পর্যন্ত কাউন্টির কোন জুভিনাইল হলেই কোন কিশোরের প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু তারপরও ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ভয়ে হল ছেড়ে দিচ্ছে তারা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবেশন বিভাগের স্টাফদের মধ্যে ১৬ জন ব্যক্তি আক্রান্ত হন করোনাভাইরাসে। কিন্তু তাদের মধ্যে মাত্র ৬ জন লোক কাউন্টির জুভিনাইল হলগুলোতে কাজ করত।
আর এই ঘটনার পর হলগুলোতে বৃদ্ধি করা হয় সুরক্ষা ব্যবস্থা। সেইসাথে সন্দেহ জনকভাবে কয়েকজন কিশোরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। আর এতে করে ভীত হয়ে পরে কিশোররা।
প্রতিদিন হল ছাড়ার এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
করোনভাইরাস নিয়ে চলমান উদ্বেগের মধ্যে লস এঞ্জেলেস কাউন্টির কিশোর হলে ৩০ শতাংশ আসন ফাঁকা হয়ে গেছে। আজ সোমবার এমন তথ্য জানান কাউন্টির প্রবেশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রে লেভা।
/এলএ বাংলা টাইমস/
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন