লস এঞ্জেলেসে স্কুল খুলছে ১৮ আগস্ট, তবে ক্যাম্পাস নয়
সংগৃহীত ছবি
									
লস এঞ্জেলেসে সিডিউল অনুসারে শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে ১৮ আগস্ট। তবে শিক্ষা কার্যক্রম চলবে অনলাইন ভিত্তিতে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস বন্ধই থাকছে। শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 
লস এঞ্জেলেস স্কুল নিয়ন্ত্রক অস্টিন বুয়েটনার সোমবার জানান, শিক্ষা কার্যক্রম  ১৮ আগস্ট শুরু হচ্ছে। তবে ক্যাম্পাস খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি নির্ধারণ করা জটিল বলে মন্তব্য করেন তিনি।
অস্টিন বলেন, শ্রেণিকক্ষে ক্লাস করার বিষয়টি অনিশ্চিত। কারণ বিজ্ঞানও এখানে এখনো অনিশ্চিত।
প্রশাসক, স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে নিয়মিত স্কুল কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে বলে জানান তিনি। এই জটিল পরিস্থিতিতে শুধুমাত্র বিজ্ঞানের দিকে চেয়ে থাকা ছাড়া স্কুলগুলোর কোনো উপায় নেই বলে মন্তব্য তার।
অস্টিন বুয়েটনার বলেন, আমরা সামার স্কুল সুবিধা ও অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ করার পরিকল্পনা করছি। তবে বিজ্ঞানীদের ভরসার আগ পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে ভাবা হচ্ছে না।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ
								
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন