স্কুলের বাথরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে শিক্ষক আটক
ছবি: এলএবাংলাটাইমস
ইরভাইনের বেকহ্যাম হাই স্কুলে বাথরুমে গোপন রেকর্ডিং ক্যামেরা স্থাপনের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
দ্য ইরভাইন পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, সিউ কোং সিট (৩৭) নামের এক শিক্ষক স্কুলের পুলের কাছে একটি কমন রেস্টরুমে রেকর্ডিং ভিডিও স্থাপন করেন।
একজন মেইন্টেনেস ওয়ার্কার প্রথম এই ক্যামেরাটি খুঁজে পেয়ে টাস্টিন ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ক্যাম্পাস কর্তৃপক্ষকে অবহিত করেন।
তদন্ত করে কর্মকর্তারা বেশ কয়েকজনের স্পর্শকাতর ভিডিও রেকর্ড অবস্থান পান। এর আগে অন্য কারো ভিডিও নেওয়া হয়েছে কি না সেটি নিয়ে তদন্ত চলছে।
অভিযুক্ত সিটকে সোমবার স্কুল থেকে আটক করা হয়েছে এবং অরেঞ্জ কাউন্টি কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু পর্ণগ্রাফি তৈরিসহ আরও দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্ত কর্মকর্তা গেভিন হুডসনের 949-724-7168 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন