শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
ছবিঃ এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এক তরুণী পরকীয়া করায় তার স্বামীর হাতে নির্মম হত্যার শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সান বার্নার্ডিনো পুলিশ জানিয়েছে, ২৬ জানুয়ারি রাত ১২টার কিছু পর নর্থ পেরিস হিল পার্ক রোড ও ইস্ট প্যাসিফিক অ্যাভিনিউয়ের কাছে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ কর্মকর্তারা সেখানে একটি গাড়িকে বন্যা নিয়ন্ত্রণ খালে বিধ্বস্ত অবস্থায় পান। গাড়ির ভেতরে থাকা দু’জন, এশিয়া গার্সি (২৫) এবং চার্লস ডার্ক (৩১), ঘটনাস্থলেই প্রাণ হারান।
তদন্তে পুলিশ জানতে পারে, এশিয়ার স্বামী আইজ্যাক আলবার্ট পেরেজ (৩১) তাদের গাড়িটিকে ধাওয়া করে পিছন থেকে ধাক্কা দেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চেইন লিংকের বেড়া ভেঙে খালের মধ্যে পড়ে যায়।
এর আগে, পেরিস হিল পার্কে এশিয়াকে তার স্বামী পেরেজ একটি বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় চার্লস ডার্কও সেখানে উপস্থিত ছিলেন। তবে, ডার্কের সঙ্গে এশিয়ার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
দীর্ঘ ১১ বছর ধরে এশিয়া ও পেরেজের সম্পর্ক ছিল এবং তাদের তিনটি সন্তান রয়েছে।
পারিবারিক আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালে এশিয়া স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে একটি নিষেধাজ্ঞা চেয়েছিলেন, কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে।
এশিয়ার বোন মালিয়া গার্সি লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, তার বোন পেরেজকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন।
সান বার্নার্ডিনো কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয় পেরেজের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ এনেছে এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ময়নাতদন্তে জানা গেছে, নিহতদের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাতজনিত কারণে।
এশিয়া ও ডার্কের স্মরণে দুর্ঘটনাস্থলে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। পরিবারটি এশিয়ার শেষকৃত্যের ব্যয়ের জন্য একটি GoFundMe পেজ চালু করেছে।
যে কেউ মামলাটি সম্পর্কে তথ্য রাখলে সান বার্নার্ডিনো পুলিশের ৯০৯-৩৮৮-৪৯৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন