আপডেট :

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

        স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

        লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

        রিভারসাইড কাউন্টিতে নিখোঁজ বন্ধুদের খুঁজতে গিয়ে মৃত্যু হলো এক হাইকারের

        গুলিতে নিহত ১৪ বছরের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, শোকাহত পুরো এলাকা

        মিনিয়াপোলিসে মোতায়েনের প্রস্তুতিতে ১,৫০০ মার্কিন সেনা, কর্মকর্তাদের তথ্য

নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সাবেক চিফ অব স্টাফ ডানা উইলিয়ামসন-এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। বুধবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এরিক গ্রান্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

৫২ বছর বয়সী উইলিয়ামসন, যিনি কারমাইকেল এলাকার বাসিন্দা, তাঁর বিরুদ্ধে ব্যাংক ও ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্র, ব্যাংক জালিয়াতি, ওয়্যার জালিয়াতি, যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র, বিচার প্রক্রিয়ায় বাধা প্রদান, মিথ্যা কর রিটার্ন দাখিল এবং মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বুধবার আদালতে দোষী নন বলে জবানবন্দি দেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত, উইলিয়ামসন অন্যদের সঙ্গে মিলে একটি স্থবির রাজনৈতিক প্রচারণা তহবিল থেকে প্রায় ২ লাখ ২৫ হাজার ডলার তার এক সহযোগীর ব্যক্তিগত কাজে সরিয়ে নেন। অর্থগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করা হয় এবং “ভুয়া চাকরির বেতন” হিসেবে দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস থেকে দেওয়া একটি সিভিল সাবপোনা (আদালত সমন) পাওয়ার পর উইলিয়ামসন ও তার এক সহযোগী পেছনের তারিখে ভুয়া ব্যবসায়িক চুক্তি তৈরি করেন। এই সাবপোনা মূলত তার ব্যবসার পিপিপি (Paycheck Protection Program) ঋণ সংক্রান্ত তদন্তের অংশ ছিল।

এছাড়াও তিনি মিথ্যা কর রিটার্নে ১ মিলিয়নের বেশি ডলারের ব্যবসায়িক খরচ দাবি করেন, যেখানে আসলে ছিল তার ব্যক্তিগত ব্যয়—যেমন প্রাইভেট জেট ভ্রমণ, বিলাসবহুল হোটেলে থাকা, ঘরের সাজসজ্জা, ডিজাইনার হ্যান্ডব্যাগ কেনা, এবং বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ভুয়া চাকরির জন্য বেতন প্রদান।

গভর্নর নিউসমের মুখপাত্র নেক্সস্টার মিডিয়া গ্রুপের কাছে এক বিবৃতিতে বলেন, “গভর্নর আশা করেন সব সরকারি কর্মচারী সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখবেন। মিস উইলিয়ামসন আর প্রশাসনের সঙ্গে যুক্ত নন।”

তিনি আরও বলেন, “যে সময়ে প্রেসিডেন্ট খোলাখুলি তার রাজনৈতিক প্রতিপক্ষদের তদন্ত করতে অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানাচ্ছেন, সেই সময়ে ‘দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’—এই আমেরিকান নীতিটি আরও বেশি গুরুত্বপূর্ণ।”

দোষী সাব্যস্ত হলে উইলিয়ামসনের প্রতিটি ব্যাংক ও ওয়্যার জালিয়াতি এবং ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা, প্রতিটি বিচার প্রক্রিয়ায় বাধা ও মিথ্যা বিবৃতির অভিযোগে ৫ বছর কারাদণ্ড, এবং প্রতিটি মিথ্যা কর রিটার্নের অভিযোগে ৩ বছর কারাদণ্ড ও ১ লাখ ডলার জরিমানার বিধান রয়েছে।

স্যাক্রামেন্টো বি পত্রিকার তথ্যমতে, উইলিয়ামসন ছিলেন গভর্নর নিউসমের তৃতীয় চিফ অব স্টাফ। তার আগে তিনি নিজস্ব পরামর্শক প্রতিষ্ঠান গ্রেস পাবলিক অ্যাফেয়ার্স পরিচালনা করতেন এবং ক্যালিফোর্নিয়ার একাধিক নির্বাচিত কর্মকর্তার সিনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন।

তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে গভর্নরের দপ্তর ছাড়েন, প্রস্তাবনা ৩৬ (Proposition 36) সমর্থকদের সঙ্গে মতবিরোধের পর।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত