আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় ‘প্রপ ৫০’ পাস, ডেমোক্র্যাটদের জন্য নতুন পাঁচটি আসন নিশ্চিত

        ৪৩ বছর ভুল সাজা ভোগের পর মুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির যুক্তরাষ্ট্রে নির্বাসন স্থগিত

        নিউইয়র্কের নতুন মেয়র মামদানির ঐতিহাসিক জয়, কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ

        কেনটাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৭ জন

        'খেলার নিয়ম বদলে গেছে', প্রপ ৫০ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: গ্যাভিন নিউজম

ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্য ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছিল, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী কিছু ব্যক্তি ভুলভাবে ট্রাক ও বাস চালানোর লাইসেন্স পেয়েছেন। তবে গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে সেটিই প্রধান কারণ নয়।

ক্যালিফোর্নিয়া রাজ্যের পরিবহন সংস্থা (State Transportation Agency) জানিয়েছে, তদন্তে দেখা গেছে এই লাইসেন্সগুলোর মেয়াদ শেষ হওয়ার তারিখ অনেক ক্ষেত্রেই ওই চালকদের যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের সময়সীমার চেয়ে বেশি নির্ধারণ করা হয়েছিল। তাই নিয়ম অনুযায়ী লাইসেন্সগুলো বাতিল করা হচ্ছে।

গভর্নরের অফিস এবং ট্রাম্প প্রশাসনের পরিবহন বিভাগ—উভয় পক্ষই একমত যে এসব লাইসেন্স বিদ্যমান মানদণ্ড লঙ্ঘন করেছে। তবে পরবর্তীতে পরিবহন সচিব শন ডাফি (Sean Duffy) সারাদেশে এক অডিটের পর নিয়ম আরও কঠোর করেন। এর পেছনে কারণ ছিল ফ্লোরিডায় এক অবৈধ অভিবাসী ট্রাক চালকের ইউ-টার্ন দুর্ঘটনা, যেখানে তিনজন নিহত হন।

এ বছর টেক্সাস ও আলাবামাতেও মারাত্মক ট্রাক দুর্ঘটনা ঘটেছে, আর গত মাসে ক্যালিফোর্নিয়ায় আরেক অভিবাসী ট্রাক চালকের কারণে তিনজন নিহত হন—যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

শন ডাফি বলেন, “ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে তারা ভুলভাবে কাজ করেছিল। আমরা যখন তাদের ভুয়া তথ্য উন্মোচন করেছি, তখনই ১৭,০০০ অবৈধ ট্রাকিং লাইসেন্স বাতিল করা হয়েছে। এটি কেবল শুরু—আমরা নিশ্চিত করব যেন কোনো অবৈধ অভিবাসী সেমি-ট্রাক বা স্কুলবাস না চালায়।”

ডাফি ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে ৪ কোটি ডলার ফেডারেল অর্থায়ন স্থগিত করেছেন এবং সতর্ক করেছেন, রাজ্য যদি সব অবৈধ লাইসেন্স বাতিল না করে, তাহলে আরও ১৬ কোটি ডলার কেটে নেওয়া হবে।

অন্যদিকে গভর্নর নিউসমের মুখপাত্র ব্র্যান্ডন রিচার্ডস বলেন, “প্রত্যেক চালক যাদের লাইসেন্স বাতিল করা হচ্ছে, তাদের ফেডারেল সরকারের বৈধ কর্ম অনুমতি ছিল। শন ডাফি আবারও ভুল তথ্য ছড়াচ্ছেন—এটি তার রাজনৈতিক সন্তুষ্টির প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

ডাফির সেপ্টেম্বর মাসে ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অভিবাসীদের জন্য বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক কঠিন হবে। শুধুমাত্র তিন ধরনের ভিসাধারী (H-2A, H-2B ও E-2) আবেদন করতে পারবেন, এবং রাজ্যগুলোকে আবেদনকারীর ইমিগ্রেশন স্ট্যাটাস ফেডারেল ডেটাবেসে যাচাই করতে হবে।

এই লাইসেন্সগুলোর মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত থাকবে—অথবা আবেদনকারীর ভিসার মেয়াদ যতদিন থাকবে, তার মধ্যেই শেষ হবে।

নতুন নিয়মের ফলে বর্তমানে থাকা ২ লাখ অ-নাগরিক বাণিজ্যিক চালকের মধ্যে মাত্র ১০,০০০ জন লাইসেন্স নবায়নের যোগ্য হবেন। তবে নিয়মগুলো পূর্বের লাইসেন্সে প্রযোজ্য হবে না, তাই বাকিদের লাইসেন্স মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এই ১৭,০০০ লাইসেন্স ইস্যুর সময় নতুন নিয়ম কার্যকর ছিল না। তবে চালকদের জানানো হয়েছে যে তাদের লাইসেন্স ৬০ দিনের মধ্যে বাতিল হবে।

ডাফি বলেন, সেপ্টেম্বর মাসের অডিটে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় পর্যালোচিত ১৪৫টি লাইসেন্সের এক-চতুর্থাংশই অবৈধভাবে ইস্যু করা হয়েছিল, এবং কিছু লাইসেন্স চালকের ওয়ার্ক পারমিট শেষ হওয়ার পরও বছরের পর বছর কার্যকর ছিল।

গভর্নর নিউসমের অফিস দাবি করেছে, তারা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দেশনা অনুসারেই এই লাইসেন্সগুলো ইস্যু করেছিল।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত