৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টকে বিশেষ সম্মাননা
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক বিধ্বংসী দাবানলের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD)-কে বিশেষভাবে সম্মানিত করা হয়। হলিউডের জমকালো এই আসরে, অনুষ্ঠানের সঞ্চালক কনান ও'ব্রায়েন মঞ্চে বেশ কয়েকজন অগ্নিনির্বাপক কর্মীকে আমন্ত্রণ জানান। উপস্থিত তারকা ও দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যা ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত।
অগ্নিনির্বাপক কর্মীদের সম্মানে আয়োজিত এই পর্বে এক মজার অংশও সংযোজিত হয়। LAFD ক্যাপ্টেন এরিক স্কট মঞ্চে এসে হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, "আমাদের হৃদয় কাঁদে তাদের জন্য যারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন, আর আমি 'Joker 2'-এর প্রযোজকদের কথাই বলছি!" এই রসিকতা মুহূর্তেই দর্শকদের মধ্যে হাসির ঢেউ তোলে। অন্য এক দমকল কর্মী টিমোথি শ্যালামে-র আসন্ন ছবি "A Complete Unknown" নিয়ে কৌতুক করে বলেন, "বব ডিলানের চরিত্রে অভিনয়ের জন্য টিমোথি শ্যালামে গান গাওয়া শিখেছেন। আসলে, তার গানের দক্ষতা এত ভালো হয়ে গিয়েছিল যে তিনি চরিত্রটাই হারানোর উপক্রম হয়েছিলেন!"
তবে এই সম্মাননার মূল বার্তা ছিল সম্প্রদায়ের সংহতি এবং দুর্যোগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। গত জানুয়ারিতে শুরু হওয়া ভয়াবহ দাবানল অন্তত ২৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং ১,০৫,০০০-এরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে যাঁরা নিজেদের জীবন বিপন্ন করেছেন, তাঁদের এই স্বীকৃতি পুরো লস অ্যাঞ্জেলেস শহরের কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন