লস এঞ্জেলেসের ঐতিহাসিক ‘দ্য অরিজিনাল প্যানট্রি ক্যাফে’ ১০০ বছর পর বন্ধ
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের ঐতিহাসিক ডাউনটাউন ডাইনিং স্পট ‘দ্য অরিজিনাল প্যানট্রি ক্যাফে’ চিরতরে বন্ধ হয়ে গেছে।
১৯২৪ সালে যাত্রা শুরু করা এই জনপ্রিয় রেস্টুরেন্টটি রোববার (৩ মার্চ) শেষবারের মতো অতিথিদের খাবার পরিবেশন করেছে। এটি একসময় লস এঞ্জেলেসের সাবেক মেয়র রিচার্ড রিওর্ডানের মালিকানায় ছিল। ১৯৫০ সাল থেকে এটি ফিগুয়েরোয়া ও ৯ম স্ট্রিটের কোণায় অবস্থিত ছিল, যেখানে পুরনো ঢংয়ের পরিবেশ ও ঐতিহ্যবাহী ব্রেকফাস্ট খাবারের জন্য গ্রাহকরা বছরের পর বছর ধরে আসতেন।
রোববার রেস্টুরেন্টের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল লাইন রেস্টুরেন্টের চারপাশ ঘিরে রেখেছে।
দুই বছর আগে রিচার্ড রিওর্ডানের মৃত্যু হলে রেস্টুরেন্টটির মালিকানা চলে যায় ‘রিওর্ডান ট্রাস্ট’-এর অধীনে।
দীর্ঘদিনের কর্মচারীরা জানিয়েছেন, নতুন মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের দাবি মেনে নেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে, কর্মীরা তাদের চাকরি রক্ষার দাবিতে প্রতিবাদও করেছেন।
শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান মালিকপক্ষ ব্যবসাটি বিক্রি করার চেষ্টা করছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন