চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
এবার মেক্সিকোতে সৈন্য পাঠানোর হুমকি দিল ট্রাম্পঃ খবর এপি
The Associated Press এবং মেক্সিকান সংবাদ ওয়েবসাইট “Aristegui Noticias” এর খবরে প্রকাশ করা হয় যে, শুক্রবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকান প্রেসিডেন্ট Enrique Peña Nieto এর মধ্যে টেলিফোনে আলাপ-আলোচনা চলে।
কথাবার্তার এক পর্যায়ে ট্রাম্প মেক্সিকোতে আমেরিকান সৈন্য পাঠানোর হুমকি দেয় বলে জানায় সংবাদমাধ্যম দুইটির প্রকাশিত সংবাদে।
কিন্তু গতকাল বুধবার মেক্সিকান প্রেসিডেন্ট Enrique Peña Nieto এক রেডিও স্বাক্ষাতকারে এই হুমকির কথা অস্বীকার করেন। স্বাক্ষাতকারে তিনি জানান ট্রাম্পের সাথে খুব সৌহার্দপূর্ণ কথাবার্তা না হলেও, ট্রাম্প তাকে সৈন্য তার দেশে সৈন্য পাঠানোর হুমকি দেয় নি।
এই বিষয়ে হোয়াইট হাউস থেকে কোন মন্তব্য করা হয় নি। উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর থেকেই একটার পর একটা সিদ্ধান্ত নিয়ে বিরূপ সমালোচনার মুখে পড়ছেন। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও তিনি টেলিফোন বার্তায় ধমক দেন ট্রাম্প।
শেয়ার করুন