চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
আদালতের নির্দেশে আমেরিকায় প্রবেশ করলেন ইরানের Ali Vayeghan
গত সপ্তাহে সাতটি মুসলিম দেশ থেকে আমেরিকায় অভিবাসী প্রবেশে এক নির্বাহী আদেশ জারি করে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আদালতের নির্দেশে এই নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করা হয়। একই সাথে বিমান বন্দরে আটকে থাকা যাত্রীদের আইনি সহায়তা দিতেও এগিয়ে আসে এটর্নিরা।
নির্বাহী আদেশের পর আইনি সহায়তার মাধ্যমে আমেরিকায় সর্বপ্রথম প্রবেশ করে ইরানের অভিবাসী Ali Vayeghan। গতকাল বিকালে লস এঞ্জেলেস এয়ারপোর্টের টার্মিনাল-২ দিয়ে প্রবেশ করে ৬১ বছর বয়স্ক ইরানি মুসলিম আলী।
আলীর পরিবার, আইনজীবী ও তার সমর্থক গোষ্ঠী অত্যন্ত আনন্দের সাথে তাকে বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটি।
গত মঙ্গলবার থেকে আটকে থাকা আলীকে অত্যন্ত আনন্দিত দেখাচ্ছিল আমেরিকায় প্রবেশ করতে পেরে। তার পরিবার ও অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক ও আইনজীবীদের প্রতি।
শেয়ার করুন