চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
বুলেট ট্রেনের কাজ স্থগিত রাখতে বলল, ক্যালিফোর্নিয়া হাউস অব রিপাবলিকান
এলএ টাইমস প্রকাশিত খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসনের নিকট উচ্চ গতির রেল প্রকল্পের আর্থিক নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্যালিফোর্নিয়ার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিকে ব্লক করার আবেদন জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাউস অব রিপাবলিকান।
হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি সহ ১৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের স্বাক্ষরিত চিঠি পরিবহন সচিব ইলেইন চাও মর্গেকে পাঠানো হয়েছে, বলে জানা যায় প্রকাশিত সংবাদ থেকে।
অবশ্য রিপাবলিকানদের এই চিঠির বিষয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক দল পাল্টা চিঠি দিয়েছে বলে জানা যায়। ডেমোক্রেটিক দল তার চিঠিতে রিপাবলিকদের দেওয়া চিঠির প্রতিবাদ করে জানায় যে, রিপাবলিকরা প্রকল্পটির বিষয়ে ভুল ব্যাখ্যা করেছে। এবং ডেমোক্রেটিক দল প্রকল্পটি অনুমোদনের বিষয়ে জোর দাবি জানায়।
শেয়ার করুন