আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

লসএঞ্জেলেসে প্রথম বারের মত আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

লসএঞ্জেলেসে প্রথম বারের মত আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লসএঞ্জেলেসের লিটল বাংলাদেশে প্রথম বারের মত আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদাপিত হয়। ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামী যুবলীগ এবং শাখা সংগঠন ভ্যালী সিটি যুবলীগের উদ্দোগে ১১ নভেম্বর শনিবার বাংলাদেশ একাডেমী মিলনায়তনে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংগঠনের আহ্বায়ক সুবর্ন নন্দী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লা, প্রধান বক্তা ছিলেন ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ রবী আলম, বিশেষ অতিথি ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জনাব শাহিন মিজান ও ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের উপদেষ্টা তৌহিদুজ্জামান খান। এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন স্বাধীনতা উত্তর বাংলা ব্যান্ড সঙ্গীতের জন্ম দাতা, সঙ্গীত বিপ্লবের নেতা ডাঃ নাসির আহমেদ অপু, ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়কত্রয় খন্দকার ইমতিয়াজ আহমেদ ইমু, সাইদ ইকরামুল হক বাবু, শেখ পলাশ ও ভ্যালী সিটি আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাবীবুর রহমান ইমরান।

আলোচনা সভা চলাকালীন ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মন্‌জুর আলম শাহীন টেলিফোনে কেন্দ্রীয় যুবলীগের শুভেচ্ছা পাঠিয়ে বক্তব্য রাখেন। এবং নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাহার খন্দকার সবুজ শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন নাজমুল হক সুজন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীনাথ বন্ধু বিশ্বাস। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত বাঁজিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। তারপর জাতীর জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের প্রধানতম সংগঠক শেখ ফজলুল হক মনিসহ মহান ভাষা আন্দোলন, ও মহান মুক্তিযুদ্ধ সহ নিপীড়িত বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য গড়ে ওঠা সমগ্র আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

 সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কম্যুনিটি সংগঠকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনক ডাঃ নাসির আহমেদ অপু, লস এঞ্জেলেসে আনন্দমেলার উদ্যোক্তা ও চীফ কো অর্ডিনেটর খান মোহাম্মদ আলী, বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদার, ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা সোহেল রহমান বাদল, সহ সভাপতি মেজবাহ খান ফারুক, ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানা পারভিন ও সহ সভাপতি হাসিনা বানু, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের উপদেষ্টা তওহীদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক খন্দকার ইমতিয়াজ আহমেদ ইমু, সাইদ ইকরামুল হক বাবু ও শেখ পলাশ এবং ভ্যালী সিটি যুবলীগের আহ্বায়ক হাবীবুর রহমান ইমরান।

লস এঞ্জেলেস এ এই প্রথমবারের মত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রথম বারের এই উদযাপনকে স্মরনীয় করে রাখার জন্যে ক্যালিফোর্নীয়া আওয়ামীলীগ তথা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য এবং ক্যালিফোর্নীয়া আওয়ামী যুবলীগ গঠনে নজিরবিহীন ভূমিকা রাখার জন্যে যুক্ত রাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুস্তাইন দারাবিল্লাকে এবং ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ রবী আলমকে বিশেষ যুবসম্মাননা প্রদান করা হয়। একইসাথে শাখা সংগঠন হিসাবে লস এঞ্জেলেস সিটি যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। আলমগীর হোসেনকে আহ্বায়ক ও বাবু ভুইয়াঁ ও বাবুল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে এগার সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

নবগঠিত লস এঞ্জেলেস সিটি যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লস এঞ্জেলেসের ঐতিহাসিক বৈশাখী মেলার অন্যতম আয়োজক কাজি মানিক ও কমরেড রব, আনন্দ মেলা আয়োজকদের অন্যতম শাহেদ খান ঢুলি, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, বিলকিস পারভিন, বিশিষ্ট চিকিৎসক ও ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদিকা ডাঃ মাহমুদা কলি, মহিলা সম্পাদিকা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিউলি মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ ও মহিলা আওয়ামীলীগের মনিকা আহমেদ, লস এঞ্জেলেস সিটি আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু, সাংবাদিক লেখক তপন দেব নাথ এবং বিশিষ্ট মুখাভিনেতা মশহুরুল হুদা, বিপুল চৌধুরী, রত্না পালসহ আরও অনেকে। সুখেন্দ্র পাল নিষ্ঠার সাথে সমগ্র অনুষ্ঠানটির ছবি ধারণ করে। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল লস এঞ্জেলেসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনিয়া খুকুর একক পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। নৈশভোজে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত