আপডেট :

        ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, ৫ জনের মৃত্যু

        গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস

        ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান থামাল বাইডেন প্রশাসন

        জো বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন, অভিযোগ ট্রাম্পের

        বাংলাদেশি তরুণ উইন নিহতের ভিডিও প্রকাশ

        টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

        অধ্যাপকের পাঁজরের ৯টি হাড় ও হাত ভেঙে দিয়েছে পুলিশ

        ব্রাজিলে বন্যায় ৭০ হাজার মানুষব্রাজিলে বন্যায় ৭০ হাজার মানুষ বাড়ি ছাড়া

        দুবাইয়ে সারা বছর লেগে থাকে পর্যটকদের ভিড়

        উচ্চ আদালতের নির্দেশে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) তালিকা প্রস্তুত

        সৌদি আরবে তেলের দাম বৃদ্ধি

        রাশিয়ায় বিমান হামলা, নিহত ৭

        শিক্ষামন্ত্রীর কাছ থেকে বয়সসীমা বাড়ানোর একটি পত্র পেয়েছেন জনপ্রশাসনমন্ত্রী

        ৫ মে বৈশ্বিক এই আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি

        বিলাসবহুল রেল স্টেশন পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রে, চলে গেছে টিকটকাদের দখলে

        ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’ স্লোগানে ছাত্রলীগ

        ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

        নামছে ভূগর্ভস্থ পানির স্তর

        অফিস শেষে নিমন্ত্রণ রক্ষায় করনীয়

        আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই

যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আ. লীগ সভাপতির বিএনপির সাথে আঁতাত !

যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আ. লীগ সভাপতির বিএনপির সাথে আঁতাত !

নিজের দলে প্রতিপক্ষের নেতা-কর্মীদের
শায়েস্তা’ করতে বিএনপির সহায়তা নেওয়ারঅভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরসভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।সোমবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগেরএক সংবাদ সম্মেলনে দলের যুক্তরাষ্ট্রশাখার সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তোলাহয়।অভিযোগের সপক্ষে একটি ভিডিও দেখিয়েছেননিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতারা, যাতেসিদ্দিকুর রহমানকে গত রোববারযুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ সম্মেলনেদেখা যায়।ভিডিওতে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদসম্মেলনস্থলে সিদ্দিকুর রহমানের সঙ্গেতার সমর্থক কয়েকজন আওয়ামী লীগ নেতাকেদেখা যায়।ভিডিওতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেকসভাপতি আব্দুল লতিফ সম্রাটকে বলতে শোনাযায়, “কথা হয়ে গেছে। কথা শেষ। উনারা(আওয়ামী লীগ নেতারা) পরিষ্কার করে বলেদিয়েছে যে, উনারা বাদে কেউ যদি আওয়ামীলীগের নাম নিয়ে আসে তাহলে তাদেরকেবান্দে (বেঁধে) রেখে দেব।”এরপর সিদ্দিকুরের সঙ্গে থাকা আওয়ামী লীগনেতাদের মধ্য থেকে বলা হয়, এটাই শেষ কথা।তারপর সিদ্দিকুরের নেতৃত্বে আওয়ামীলীগের নেতারা সবাই ওই স্থান ত্যাগ করেন।দলের যুক্তরাষ্ট্র সভাপতির বিরুদ্ধেসংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরনবী কমান্ডার ক্ষোভেরসঙ্গে বলেন, “বিএনপি-জামায়াতের সাথেআঁতাত করে সিদ্দিকুর রহমান আমাদেরশায়েস্তা করতে চান।“আমরা তার (সিদ্দিকুর) অসাংগঠনিককর্মকাণ্ডের প্রতিবাদ করি বলে আমাদেরকেবিএনপি-জামায়াত দিয়ে শায়েস্তারষড়যন্ত্র করছেন তিনি।”তবে সিদ্দিকুর তার বিরুদ্ধে আনা এইঅভিযোগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, এটা তার বিরুদ্ধেষড়যন্ত্রমূলক।প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথাবলে জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণেরষড়যন্ত্রকারী রিজভী আহমেদ সিজার বিএনপিরওই সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন বলে খবরপেয়ে সেখানে যান সিদ্দিকুর।অন্যদিকে বিএনপি সংবাদ সম্মেলনস্থলেরপ্রবেশ পথে অবস্থান নেন নিউ ইয়র্ক মহানগরআওয়ামী লীগের নেতারাও। সিজারকে দেখলেইধাওয়া দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।ওই সময় সিদ্দিকুরের নেতৃত্বে আওয়ামীলীগের কয়েকজন নেতা সরাসরি ঢুকে যানবিএনপির সংবাদ সম্মেলনস্থলে। সেখানেইবিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের সঙ্গেকথা হয় তাদের।সংবাদ সম্মেলনে নূরনবী কমান্ডারযুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিরবিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেবলেন, সিদ্দিকুর অযাচিতভাবে নিউ ইয়র্কমহানগর কমিটির বিষয়ে হস্তক্ষেপ করছেন।নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠসহসভাপতি জাকারিয়া চৌধুরীকে অব্যাহতিরনোটিস দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন,“এর আগেও যারাই তার (সিদ্দিকুর)অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে,তাদেরকেই বহিষ্কারের নোটিস দেওয়াহয়েছিল। পরবর্তীতে সভানেত্রীর (শেখহাসিনা) ধমকে ওই সব বহিষ্কারাদেশপ্রত্যাহারে বাধ্য হয়েছেন।”সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিবমামুন ও মহিউদ্দিন দেওয়ান এবং প্রচারসম্পাদক হাজী এনাম ছিলেন। এই তিনজনকেসিদ্দিকুর বহিষ্কারের নোটিস দিয়েছিলেন,পরে তা প্রত্যাহার হয়।নূরনবী দাবি করেন, দলীয় সভানেত্রী শেখহাসিনার অনুমোদনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মতোই নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। ফলে এই কমিটির কারওবিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ারকেবল শেখ হাসিনার।তবে সিদ্দিকুর বলেন, “সভানেত্রী শেখহাসিনার নির্দেশে আমার স্বাক্ষরেই নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিতহয়েছে। তাই ওই কমিটির কাউকে বহিষ্কার/অব্যাহতির ক্ষমতা আমার রয়েছে।”নূরনবী বলেন, “সংগঠনের দায়িত্ব থেকেঅব্যাহতি প্রদানের আগে যে সব প্রক্রিয়াঅনুসরণ করা দরকার, তার কোনোটিই তিনিজানেন না। সাংগঠনিক রীতি সম্পর্কেন্যূনতম জ্ঞান থাকলে এ ধরনের তৎপরতায়লিপ্ত হতে পারতেন না তিনি (সিদ্দিকুর)।”“যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে স্বৈরাচার ভরকরেছে। স্বৈরাচারমুক্ত না হতে পারলেসাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবেনা।”নোয়াখালী অঞ্চলের মুক্তিযোদ্ধাকমান্ডার নূরনবী দাবি করেন,যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত সিজারেরবাবা নোয়াখালীর মোহাম্মদ উল্লাহ মামুনযে একাত্তরে রাজাকার ছিলেন, সে তথ্যপ্রকাশ করায় মামুনের স্বরূপ উন্মোচিতহয়েছে।“তাই কি আমরা সিদ্দিকুর রহমানের রোষানলেপড়েছি?”সিদ্দিকুরের বিরুদ্ধে আরও অভিযোগ তুলেনূরনবী বলেন, “এর আগে তিনি অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিত, সাবেকপররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রাষ্ট্রদূতমোহাম্মদ জিয়াউদ্দিনের বিরুদ্ধেবিষোদগার করেছেন। কথায় কথায় হাইকমান্ডের দোহাই দিয়ে সহজ-সরল কর্মীদেরবিভ্রান্ত করেন তিনি। নূরনবীর সঙ্গে সংবাদ সম্মেলনে থাকা সবাইসিদ্দিকুরের সমালোচনা করেন।সংবাদ সম্মেলনে ছিলেন নিউ ইয়র্ক রাজ্যআওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনআজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগেরসভাপতি নূরুজ্জামান সর্দার, সহসভাপতিদরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুপ্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদেরমিয়া, প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্রশাখার সভাপতি শিবলী সাদিক শিবলু,যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদেরসভানেত্রী মুর্শেদা জামান,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদেরনেতা শরাফ সরকার, নিউ ইয়র্ক মহানগরআওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ শরীফরাসেল ও সহসভাপতি মাসুদ হোসেন সিরাজি,ব্রুকলিন আওয়ামী লীগের নেতা ইসমত হকখোকন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত