আপডেট :

        ডিজিটাল অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধ বাড়ছে

        ১১ ঘণ্টা পর বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধার

        গাজার দক্ষিণের শহর রাফায় হামলা চালালো ইসরায়েল

        শেখ হাসিনা সংসদে বলেছেন, জনগণ থেকে কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবেন না

        শেখ হাসিনা সংসদে বলেছেন, জনগণ থেকে কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবেন না

        উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার আগের তিনটি নির্বাচনের চেয়ে কম

        হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ

        রিজার্ভ ১৩৩ মিলিয়ন ডলার কমে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে

        রিজার্ভ ১৩৩ মিলিয়ন ডলার কমে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে

        বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলতি বছরের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ

        চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত

        বাইডেনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে রাফায় হামলা চালালো ইসরায়েল

        চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আগুন

        শিক্ষার্থী বিক্ষোভ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসলেন ঋষি সুনাক

        রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেপ্তার

        একক ফলের বৃহত্তম প্রদর্শনী

        বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম পরিবারের বিলাসবহুল জীবন

        বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আয়

        ইসরায়েলকে মার্কিন অস্ত্রের চালান বন্ধের হুমকি বাইডেনের

        পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত প্রধান শিক্ষিকা

এবার চীন যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রধান প্রতিষ্ঠান হ্যাক করেছে !

এবার চীন যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রধান প্রতিষ্ঠান হ্যাক করেছে !

সাইবার অ্যাটাক

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশির ভাগ
প্রতিষ্ঠানই চীনের হ্যাকারদের হামলারশিকার হয়েছে। কোনো আলামত না রেখেইহ্যাকাররা ওই সব প্রতিষ্ঠানেরকম্পিউটার থেকে বিভিন্ন পরিকল্পনা ওনকশা চুরি করেছেন। এসব প্রতিষ্ঠানেরমধ্যে রয়েছে মার্কিন কংগ্রেস,প্রতিরক্ষা বিভাগ ও বড় বড়ব্যবসাপ্রতিষ্ঠান।এসব হামলার প্রমাণ পেলেও সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিরোধগড়ে তুলতে পারেননি বলে মনে করেনযুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার(এনএসএ) সাবেক কর্মকর্তা মাইকম্যাককোনেল।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জডব্লিউ বুশের সময় ম্যাককোনেল ছিলেনএনএসএর পরিচালক। গত বৃহস্পতিবারমিসৌরি বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায়তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণপ্রতিষ্ঠানগুলোর প্রতিটিই চীনেরহ্যাকারদের হামলার শিকার হয়েছে।তারা এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যসরিয়েছে। তবে আমরা কোনো ভাইরাসবা আলামত চিহ্নিত করতে পানিনি।’চীনের অনুপ্রবেশকারীরা যখন খুশি তখনইতথ্য সরিয়েছেন বলে জানান তিনি।ম্যাককোনেল ১৯৯২ থেকে ১৯৯৬ সালপর্যন্ত যুক্তরাষ্ট্রের এনএসএর প্রধানছিলেন। সে সময় তিনি সাইবারনিরাপত্তা নিয়ে কাজ করেছেন এবং তাঁরনেতৃত্বে বিভিন্ন হ্যাকিংয়ের ঘটনারতদন্ত হয়েছে।তদন্তের সময় সাইবার হামলার শিকারহওয়া প্রতিষ্ঠানগুলোরএকটি তালিকা করেন ম্যাককোনেল।মার্কিন কংগ্রেস, প্রতিরক্ষাবিষয়কঅধিদপ্তর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণপ্রতিষ্ঠান ওই তালিকায় উঠে আসে।সিএনএন মানির প্রতিবেদনে বলা হয়েছে,বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসারনকশা ও পরিকল্পনা চীনেরচররা চুরি করেছে, যা চিহ্নিতকরতে পেরেছে দাবি করেছে যুক্তরাষ্ট্রেরসরকার। আর অ্যালকো, ইউএস স্টিলকরপোরেশন, ওয়েস্টিংহাউজসহকয়েকটি প্রতিষ্ঠানে চরবৃত্তিরঅভিযোগে গত বছর চীনের পাঁচ চরেরবিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা দায়েরকরা হয়।তবে ম্যাককোনেলের বক্তব্য ভিন্ন। তাঁরমতে, যুক্তরাষ্ট্রের কোনো বড়ব্যবসাপ্রতিষ্ঠানই তাদের বিশেষব্যবসা পরিকল্পনা গোপন রাখতে পারেনি।সেখান থেকে কিছু না কিছু খোয়া গেছেইবলে দাবি করেন তিনি।মিসৌরি বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায়ম্যাককোনেল বলেন, বুশ প্রশাসনের শেষবছরে চীন সরকার এক লাখেরএকটি হ্যাকার দল যুক্তরাষ্ট্রেরপ্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরানোরকাজে নিযুক্ত করে। তবে সে তুলনায়যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকর্মীরসংখ্যা ছিল অনেক।অটোমোবাইলস, উড়োজাহাজ, মহাকাশ যান,সফটওয়্যারসহ বিভিন্ন পণ্যের উৎপাদনেরউন্নত নকশা ও পরিকল্পনার তথ্য চীনেরচররা চুরি করেছে বলে তদন্তে প্রমাণপেয়েছেন বলে দাবি ম্যাককোনেলের।তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোরপণ্য বাজারে ছাড়ার আগেই তারা ওই সবতথ্য সরাতে পারে। আর এটা বহু বছর ধরেইচলেছে।’ এটা যুক্তরাষ্ট্রের কৌশলগতদুর্বলতার কারণেইহয়েছে বলে তিনি মনে করেন।আধুনিক সাইবারঅস্ত্রগুলো যদি সন্ত্রাসীদেরকাছে চলে যায়, তবে বড় বড় দেশেরআর্থিক বাজার এবং বিদ্যুৎ গ্রিডওআক্রমণের শিকার হতে পারে।যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানেরনিরাপত্তায় সাইবারবিশেষজ্ঞরা হ্যাকারদের কাজে লাগানোরপরামর্শ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বড়কোনো প্রতিষ্ঠানকে চীন সরকারেরচরবৃত্তির কার্যক্রমথেকে রক্ষা করতে পারবে কি না,সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষথেকে সন্দেহ প্রকাশ করা হয়।ইওয়াই নামে একটি সাইবারবিশেষজ্ঞদলের পরামর্শনেওয়া যুক্তরাষ্ট্রের একটি বড়চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্নতথ্যও ২০১২ সালে চীনের হ্যাকারদেরহামলার শিকার হয়। তবে সবপ্রতিষ্ঠানে চরবৃত্তি হয়নি বলে দাবি করইওয়াইয়ের পরামর্শক চিপ টিস্যন্টসবলেন, ‘আমি বলতে পারবনা প্রতিটি প্রতিষ্ঠানেই এর শিকারহয়েছে। যদি তা সত্য হয়, চীন কোকেরতথ্যও চুরি করতে পারত, তবে পারেনি।’পূর্ব ইউরোপের মাফিয়া, রাশিয়া ও উত্তরকোরিয়ার চররাও বসে নেই বলে মন্তব্যকরেন ম্যাককোনেল। উদাহরণহিসেবে তিনি সম্প্রতি সাইবার হামলারশিকার সনি পিকচারস ও জেপি মরগানেরকথা উল্লেখ করেন।তবে ম্যাককোনেলের মন্তব্যকে অতিরঞ্জিতও ভুল বলে মনে করেন সিআইএর সাইবারনিরাপত্তাবিষয়ক সাবেক গবেষক জনপিরস। ব্রিকাটা নামে জনেরএকটি পরামর্শক প্রতিষ্ঠানও রয়েছে। তাঁরপরামর্শ গ্রহণকারী কোনো প্রতিষ্ঠানচীনের চর দ্বারা আক্রান্তহয়নি বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত