কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে পুলিশের অভিযান, বহু শিক্ষার্থী আটক
ছবিঃ এলএবাংলাটাইমস
নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বুধবার প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীরা প্রধান গ্রন্থাগার বাটলার লাইব্রেরি দখল করলে পুলিশ অভিযান চালিয়ে ডজনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান এক বিবৃতিতে জানান, বিক্ষোভকারীরা লাইব্রেরিতে জোরপূর্বক প্রবেশ করলে দুইজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। তিনি এ ঘটনাকে “অত্যন্ত নিন্দনীয়” বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কেফিয়েহ ও মাস্ক পরে লাইব্রেরিতে প্রবেশ করছে—যা ট্রাম্প প্রশাসন দ্বারা আরোপিত মুখোশ নিষেধাজ্ঞার বিরোধী।
কলম্বিয়া স্পেকটেটর নামের একটি ক্যাম্পাস সংবাদপত্র জানিয়েছে, ৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) এক্স-এ জানিয়েছে, “কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সরাসরি অনুরোধে এনওয়াইপিডি এই মুহূর্তে ক্যাম্পাসে অব্যাহত একটি পরিস্থিতি মোকাবেলা করছে যেখানে কয়েকজন ব্যক্তি লাইব্রেরি দখল করে বেআইনি প্রবেশ করেছে।”
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাইব্রেরির দেয়ালে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখে ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা ভিতরে থাকা ব্যক্তিদের কলম্বিয়া আইডি দেখাতে বলেন, নাহলে গ্রেফতারের মুখোমুখি হতে হবে বলে জানান। এর ফলে কয়েক ঘণ্টাব্যাপী অচলাবস্থার সৃষ্টি হয়।
প্রেসিডেন্ট শিপম্যান বলেন, “যদিও এই প্রতিবাদ লাইব্রেরির একটি কক্ষে সীমাবদ্ধ ছিল, তবুও শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার সময় একাডেমিক পরিবেশ ব্যাহত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি পুলিশ সহায়তা চান এবং অধিকাংশ বিক্ষোভকারী শিক্ষার্থী ছিলেন না।
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, “আমাদের শহরে কোনো ধরনের ঘৃণা বা সহিংসতা সহ্য করা হবে না।”
বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যমে দাবি করেন, বিশ্ববিদ্যালয় “হিংসাত্মক দমননীতি” চালাচ্ছে এবং তাঁরা পুলিশ বা নিরাপত্তাকর্মীদের কাছে পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানান।
২০২৪ সালের এপ্রিল মাসে হ্যামিলটন হল দখল করার পর এটাই প্রথমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের হস্তক্ষেপের জন্য অনুরোধ জানায়।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের হয়রানি এবং অ্যান্টিসেমিটিজম সহ্য করার অভিযোগ তুলেছেন। তিনি কলম্বিয়ার জন্য নির্ধারিত ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ফেডারেল ফান্ড স্থগিত করার হুমকি দিয়েছেন।
মার্চ মাসে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রতিবাদে মুখোশ নিষিদ্ধসহ কয়েকটি দাবি মেনে নেয়। তবে এখনও সেই অর্থ পুনরুদ্ধার হবে কিনা তা অনিশ্চিত, কারণ বিষয়টি নিয়ে কিছু শিক্ষক মামলা করেছেন।
এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন মার্কিন ডলারের ফেডারেল ফান্ড বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আরও ৬০টি বিশ্ববিদ্যালয়কে ফান্ড কেটে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন