চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
কুকুরকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির খোঁজে পুলিশ
ছবিঃ এলএবাংলাটাইমস
নিউইয়র্ক সিটির কুইন্সে এক ব্যক্তি একটি কুকুরকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে পলাতক রয়েছেন, এবং পুলিশ এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে, সাউথ ওজোন পার্কের ১২৮ স্ট্রিট ও ১১৬ অ্যাভিনিউর কাছে ওই ব্যক্তিকে একটি নিস্তেজ কুকুর টেনে নিয়ে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, কিছুক্ষণ পর ওই ব্যক্তি কুকুরটির উপর দাহ্য পদার্থ (অ্যাকসেলারেন্ট) ঢেলে দেয় এবং তাতে আগুন লাগিয়ে দেয়।
পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পরনে ছিল মেরুন রঙের সুইটশার্ট, যেখানে বুকে "POLO" লেখা ছিল খয়েরি রঙে। তিনি ছাই রঙা প্যান্ট এবং হালকা বাদামি রঙের "MCM" ব্যাকপ্যাক বহন করছিলেন।
এ ঘটনায় ASPCA (American Society for the Prevention of Cruelty to Animals)-কে অবহিত করা হয়েছে এবং NYPD-এর অ্যানিমাল ক্রুয়েলটি স্কোয়াড তদন্ত শুরু করেছে।
পুলিশ অভিযুক্ত ব্যক্তির সন্ধানে এলাকাবাসীর সহায়তা কামনা করেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন