শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
অনলাইনেই বেশির ভাগ তরুণ-তরুণী ব্যস্ত
যুক্তরাষ্ট্রের অধিকাংশ তরুণ-তরুণী এখন অনলাইনে
থাকেন এবং প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করেন।সম্প্রতি গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান পিউরিসার্চ সেন্টারের করা এক জরিপে এ তথ্য উঠেএসেছে। আজ বৃহস্পতিবার এই জরিপের ফল প্রকাশকরেছে পিউ। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৯২শতাংশ তরুণ-তরুণী প্রতিদিন অনলাইনে যান।এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এবংএ বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্তএক হাজার ৬০ জন মার্কিন তরুণের মধ্যে অনলাইনজরিপ চালায় পিউ রিসার্চ সেন্টার। তাতে দেখাগেছে, স্মার্টফোনের কারণে অধিকাংশ মার্কিনতরুণ অনলাইনে থাকেন।জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে ৫৬ শতাংশপ্রতিদিন কয়েকবার অনলাইনে যাওয়ার এবং ২৪শতাংশ প্রায় সব সময় ইন্টারনেট ও সামাজিকযোগাযোগের ওয়েবসাইটে সক্রিয় থাকার কথাজানান।জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১৩ থেকে ১৭বছর বয়সী তরুণ-তরুণীর মধ্যে ৭৩ শতাংশের হাতেস্মার্টফোন রয়েছে। ৩০ শতাংশের কাছে অন্ততবেসিক সেলফোন রয়েছে।পিউয়ের জরিপে ফলাফলে দেখা গেছে, মার্কিনতরুণদের ৮৭ শতাংশ ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকরার সুবিধা থাকলেও মোবাইল ফোন ব্যবহার করেপ্রতিদিন অনলাইনে যান ৯১ শতাংশ তরুণ-তরুণী।আফ্রিকান-আমেরিকান ও হিসপানিক তরুণেরাসবচেয়ে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী।৯০ শতাংশ তরুণ স্মার্টফোনে বার্তা আদান-প্রদানকরার কথা জরিপে উল্লেখ করেন। এর মধ্যে একতৃতীয়াংশ হোয়াটসঅ্যাপ বা কিকের মতোম্যাসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন।মার্কিন তরুণদের কাছে জনপ্রিয় সামাজিকযোগাযোগের ওয়েবসাইট হিসেবে শীর্ষে রয়েছেফেসবুক। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট,টুইটারের মতো সেবাগুলো ব্যবহার করেন তাঁরা।
শেয়ার করুন