শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সহজেই মোবাইল ফোনের ব্যাটারীর চার্জ বেশি ধরে রাখার উপায়
১) ডিসপ্লের আলো যতটা
সম্ভব কমিয়ে রাখুন, যতটুকু আলো হলে আপনি মোবাইলএর কাজ করতে পারবেন, ঠিক ততোটুকু আলো রেখে বাকিটাকমিয়ে রাখুন।২) অকারনে মোবাইল এর ব্লুটুথ অন করে রাখবেন না।প্রয়োজন শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন, এতে করে যেমনচার্জ বাঁচবে তেমনি ভাইরাস আসার ভয়ও থাকবেনা।৩) কীপ্যাড এর শব্দ এবং ভাইব্রেশন, প্রয়োজন ছাড়াব্যবহার না করাই ভালো ।৪) পাওয়ার সেভার টাইমআউট এ সর্বনিম্ন ভ্যালু ব্যবহারকরুন।৫) কোন অ্যাপ্লিকেশন এর কাজ শেষ হলে সেটা বন্ধ করেরাখুন।৬) গেম খেলতে কম বেশি সকলেরই বেশ ভাল লাগে কিন্তুএতে করে ব্যাটারির আয়ু কমে যায়। তাই এদিকে লক্ষ্য রাখাউচিত ।৭) সপ্তাহে অন্তত একদিন, ব্যাটারি পুরা খালি করে চার্জদিন। এটা করে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে।৮) ফোনে অতিরিক্ত কথা না বলাই ভালো, মনে রাখবেনমোবাইল চার্জ না থাকার আর এক কারন হতে পারে।৯) মোবাইল ফোন নেটওয়ার্ক না পায় তাহলে মোবাইল টিবন্ধ করে আবার চালু করে দেখুন তাও যদি না পায় তবেমোবাইল টি বন্ধ রাখুন কারণ নেটওয়ার্ক সার্চ এর জন্যপ্রচুর চার্জ ব্যবহ্রত হয়১০) অহেতুক কারনে মোবাইল টেপাটিপি করা বর্জন করুন।
শেয়ার করুন