বছরে ছয়টি গুরুতর আবহাওয়াজনিত দুর্যোগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা গভর্নর নিউসমের
ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখা রবিবার লস এঞ্জেলেসের গ্রিফিত পার্কের ক্রিস্টাল স্প্রিং প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করে।
যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাক উত্তোলনের মাধ্যমে সূচিত
অনুষ্ঠানে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, পরিচালনা করেন সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান। বক্তৃতা করেন বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সাবেক সভাপতি আব্দুল বাছিত, নজরুল ইসলাম চৌধুরী ও শামসুজ্জোহা বাবলু প্রমুখ।
সভায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত মামলাগুলো মিথ্যা আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার করণে সাবেক প্রধানমন্ত্রী এবং বয়বৃদ্ধ নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। এসময় তারা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরণের খেলাধুলা ও বড়দের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠান শেষে সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
News Desk
শেয়ার করুন