ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে উদযাপিত
সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। একুশের প্রথম প্রহরকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টা থেকে স্থানীয় স্পাইস প্লাস গ্রোসারি বারব্যাংকের পার্কিং লটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সবাই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পাঠ করেন। এরপর স্থানীয় শিল্পীরা একে একে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এরপর একুশের প্রথম প্রহরে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পাঞ্জলী অর্পন করেন সম্মিলিত সবাই। এতে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস প্রবাসী বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ।
শামসুন খান মনির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ফেরদৌস খান। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। রাতেরবেলা কষ্ট করে সবাই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেরদৌস খান, আলী আহমদ ফারিস, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন জেবুল, আসাদুজ্জামান বাচ্চু, মোরশেদুল ইসলাম, এম ওয়াহিদ রহমান ও কাজল নুর চৌধুরী।
সংগীত পরিবেশন করেন সাইদা রহমান, আমিনুল ইসলাম জামান, খোরশেদ আলম রতন, মো: ওয়াসিম আকরাম রানা, ড: হাসেম ও সিদ্দিকুর রহমান (সিদ্দিক)।
কবিতা আবৃত্তি করেন মারুফ খান ও ফিরোজ আলম।
উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ, তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া, বাফলা, ফ্রেন্ডস ক্লাব , জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, ক্যালিফোর্নিয়া শাখা, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অব ভ্যালি, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, BAUOA, প্যাসিফিক কাইট ক্লাব অব লস এঞ্জেলেস, সিলেটি আড্ডা, বাংলাদেশ আমেরিকান সোসাইটি, বাংলার বিজয় বহর, বিএনপি, ক্যালিফোর্নিয়া শাখা ও উত্তরণের নেতৃবৃন্দ।
শেয়ার করুন