ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ব্যাপক সংঘর্ষে লেইকওড মল বন্ধ
- লস এঞ্জেলেস
-
নিজস্ব প্রতিবেদক
- ২৭ জুন, ২০২০ ১০:৫০
এলএ বাংলা টাইমস
শুক্রবার ব্যাপক সংঘর্ষের পর লেইকওড সেন্টার মল বন্ধ করে দিয়েছেন কর্মকর্তারা। একদল তরুণের মধ্যে এই সংঘর্ষ হয়। শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে এই ঘটনায় তিন শ মানুষ জড়িত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলা হচ্ছে, এই ঘটনায় লুটপাট হয়েছিলো। যদিও লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট বলছে, এই ধরণের কিছু ঘটেনি।
লেইকওডের মেয়র টড রজার্স এক ফেসবুক পোস্টে বলেন, কিছু চুরি ও ক্ষয়-ক্ষতি হয়েছে। ডেপুটি অথবা জড়িদের কেউ আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
শেরিফ ডেপুটিরা একটি অজ্ঞাত নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ছয় জন ডেপুটি মলের ফুড কোর্টে তরুণদের সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করেন। কি জন্যে এই ঘটনা ঘটলো এখন পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে কিছু বলা হয়নি।
ঘটনার পর পর কর্মকর্তারা মল বন্ধ করে দিয়েছেন এবং আবার কখন মল খোলা হবে তা স্পষ্ট নয়। মলে দু শত পঞ্চাশটির মতো দোকান রয়েছে।
এলএ বাংলা টাইমস/এস/আর

পাঠকের মতামত
এ বিভাগের আরো খবর
পাঠকের পছন্দ
Follow us
- 12.5 k Likes
- 12.5 k Follwers
- 12.5 k Follwers
- 12.5 k Photos
- 12.5 k Follwers
- 12.5 k Follwers
শেয়ার করুন