সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের বাসায় খাবার পৌঁছে দেবে দূতাবাস
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কর্মীদের করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে তিন ধরনের সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
লকডাউন এর কারণে বন্ধ কলকারখানার কর্মীরা তাদের বেতন পাবেন, আটকে পড়ার নিজের বাসায় পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাবার এবং উদ্ভূত পরিস্থিতিতে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে।
হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এক ভিডিও বার্তায় আজ শুক্রবার এ কথা বলেন।
তিনি সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সেদেশের সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ এবং নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে এক হাজার ৪৮১ জন করোনায় আক্রান্তের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরও বেশ কিছুসংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সবধরনের ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর।
এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি
News Desk
শেয়ার করুন