বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
সামলে উঠছে বিপর্যস্ত অর্থনীতি, তবে কাটেনি শঙ্কা
ছবি: এলএবাংলাটাইমস
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এটি আশাতীত ছিলো।
যুক্তরাষ্ট্রের করোনা বিপর্যস্ত অর্থনীতি সামলে উঠতে শুরু করেছে৷ চলতি বছরের শেষভাগে প্রবৃদ্ধি রেকর্ড ৩৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
কমার্স ডিপার্টমেন্ট সূত্র জানায়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি রেকর্ড ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এটি আশাতীত ছিলো।
এছাড়াও ১৯৪৭ সালের পর অর্থনীতি প্রসারিত হওয়ার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড। প্রতি বছর মোট তিনটি ভাগে প্রবৃদ্ধির হিসাব রাখা হয়। সেই অনুসারে, চলতি বছরের প্রথমভাগে প্রবৃদ্ধি বেড়েছিলো ৭ শতাংশ৷ পরবর্তীতে এটি ৯ শতাংশ কমে গিয়েছিলো।
তবে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে চড়া মাসুল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় করোনার সংক্রমণ বেড়েছে। ধারণা করা হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ এ পরিস্থিতি খুবই নাজুক হবে।
ফলে দেশটির অর্থনীতিবিদরা আশংকা করছেন, এই প্রবৃদ্ধি বাড়ার হার অব্যাহত থাকবে না। পুনরায় অর্থনীতিতে ধস নামবে।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন