বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প
ছবি: এলএবাংলাটাইমস
আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেস সদস্য নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে।
আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেস সদস্য নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে।
নির্বাচনের দিনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নাগরিকেরা তাঁকে বেছে নেবেন বলে আত্মবিশ্বাসী ট্রাম্প।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার (৩ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমার জয়ের বেশ ভালো সম্ভাবনা রয়েছে'।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন উপদেষ্টা ও মুখপাত্র কাইলেঘ ম্যাকইনানি বলেন, আমাদের প্রচার শিবির আজকে রাতকে স্বরণীয় করে রাখবে।
তিনি বলেন, আমাদের মিনেসোটা ও নেভাদা জয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিনে জয় লাভ করবে ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন