বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বাইডেনের 'জয়' মেনে নেবে না ট্রাম্প শিবির!
ছবি: এলএবাংলাটাইমস
গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে এগিয়ে গেছেন জো বাইডেন। সম্ভাবনা রয়েছে, শেষ পর্যন্ত ২০২০ নির্বাচনের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। আর জো বাইডেনের এই সম্ভাব্য জয়কে কোনোভাবে মেনে নিবে না ট্রাম্প শিবির।
শুক্রবার (৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ক্যাম্পেইন ম্যানেজার ম্যাট মরগানের দেওয়া এক বিবৃতিতে এমনটাই স্পষ্ট হলো।
ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেন, লিগ্যাল ভোটগুলোই যদি গণনা করা হয়, তবে আমি সহজেই জয় পাচ্ছি। কিন্তু আমাদের শিবিরের অবজার্ভাকে ভোট গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি। নির্ধারিত সময়ের পরে আসা ভোটগুলো অবশ্যই অবৈধ।
ক্যাম্পেইন ম্যানেহার ম্যাট মরগান বিবৃতিতে বলেন, বাইডেনকে বিজয়ী করে যেই ফলাফল চিত্রিত করা হচ্ছে, সেটি মোটেও সত্য নয়। নির্বাচন এখনো শেষ হয়নি।
ম্যাট মরগান আরক বলেন, জর্জিয়ায় আবার ব্যালট গণনা করতে হবে। সেখানে ব্যালট সঠিকভাবে গণনা হলে ট্রাম্পই জয়ী হবেন। এছাড়া পেনসিলভেনিয়াতে ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে। আমাদের শিবিরের অবজার্ভারকে সরিয়ে দেওয়া হয়েছে। এই রকম সমস্যা হয়েছে আরিজোনাতেও। ট্রাম্প শিবির এই ফলাফলের বিরুদ্ধে আপিল করবে।
চূড়ান্ত ফলাফলে বিজয়ী হবেন ট্রাম্প, বলেন ম্যাট মরগান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও তাঁর শিবিরের এমন বিবৃতিতে স্পষ্ট হলো জো বাইডেন জয়ী হলে ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবেন না৷
এদিকে, ট্রাম্পের টুইট ও ম্যাট মরগানের বিবৃতির পরপরই প্রতিক্রিয়া দেখায় ডেমোক্রেটিক শিবির। ডেমোক্রেটিক মুখপাত্র বলেন, জয়ী নির্ধারণ করবে মার্কিনীরা।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন