বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
'নির্বাচনে কোনো অনিয়ম হয়নি'
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে বিবৃতি দিয়েছেন ফেডারেল ইলেকশন কমিশন এল্যান ওয়াইনট্রাউব।
তিনি বলেন, এবারের নির্বাচনে অনিয়ম বা দুর্নীতির কোনো নজির নেই।
এল্যান ওয়াইনট্রাউব আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। স্থানীয় ও স্টেট কর্তৃপক্ষ সত্যিই কঠোর পরিশ্রম করেছে। খুব বিচ্ছিন্ন দুই-একটি অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন