বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
করোনা নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
বাইডেন ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় ১২ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জো বাইডেনের প্রধান প্রতিজ্ঞা ছিলো যুক্তরাষ্ট্রে করোনার লাগাম টেনে ধরে৷ এবার প্রতিজ্ঞা রক্ষার পরীক্ষার সামনে জো বাইডেন।
তাই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে কালক্ষেপণ করতে রাজি নন জো বাইডেন। জানুয়ারির ১৫ তারিখ আনুষ্ঠানিক প্রেসিডেন্ট পদে বসলেও, এখনই কিছু কাজ গুছিয়ে রাখছেন তিনি।
এরমধ্যে বাইডেন ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় ১২ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) টাস্ক ফোর্স সদস্যদের নাম ঘোষণা করা হবে৷
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণের নকশা প্রস্তুত করবে এই টাস্ক ফোর্স৷ জো বাইডেন জানুয়ারিতে শপথ গ্রহণ করলেই টাস্ক ফোর্স কাজ শুরু করবে।
তিন কো-চেয়ার বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানায় সূত্রটি। সার্জন জেনারেল ভিভেক মূর্তি, ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ও ইয়ালে ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক ড. মারসেলা স্মিথের কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে৷
এর আগে জয়ের পর প্রথম ভাষণে উইলিংটনে জো বাইডেন বলেন, এই মহামারি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ইতোমধ্যে প্রেসিডেন্সিয়াল ট্রানজিশানের কার্যক্রম শুরু করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন