বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ট্রাম্পকে পরাজয় মেনে নিতে পরামর্শ দিলেন মেলানিয়া
ছবি: এলএবাংলাটাইমস
২০২০ নির্বাচনে জয়ী হয়েছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, আর হেরে গেছেন তিনি- এই সত্যটি যেনো কিছুতেই মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের জয় অস্বীকার করে আসছেন তিনি।
তবে এবার বাস্তব সত্য মেনে নেওয়ার সময় এসেছে বলে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিলেন মেলানিয়া ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের অফিস সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের দলের অনেক সিনেটর ও ঘনিষ্ঠ উপদেষ্টারা হার স্বীকার করে বিবৃতির পরামর্শ দিলেও আমলে নেয়নি ট্রাম্প। শেষ পর্যন্ত মেলানিয়া ট্রাম্পও হার স্বীকার করে নিতে পরামর্শ দিচ্ছেন ট্রাম্পকে।
তবে আজ সকালেও জো বাইডেনের জয়ের বিরুদ্ধে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান অনেক নেতা এবং বিশ্ব নেতারা ইতোমধ্যে জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন