বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ট্রাম্পের আইনী পদক্ষেপ, রিপাবলিকানদের সম্মতি
ছবি: এলএবাংলাটাইমস
সিনেটের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল বলেন, নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখার শতভাগ অধিকার ট্রাম্পের রয়েছে৷
নির্বাচনে পরাজয় মেনে নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আইনী লড়াই এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের আইনী পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল।
পেনসিলভেনিয়ার রিপাবলিকান আইনজীবীরা ইতোমধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আপিল করেছেন। সেখানের নির্বাচনের ফলাফল যেনো ঘোষণা না দেওয়া হয় সেই বিষয়ে আপিল করা হয়েছে। ভোট কারচুপি ও নির্দিষ্ট সময়ের পর ব্যালট গ্রহণের অভিযোগ করছেন ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া মিশিগান ও জর্জিয়াতেও আইনী পদক্ষেপ নিয়েছে ট্রাম্প শিবির। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনী পদক্ষেপ নিয়ে নির্বাচনের ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম।
এদিকে সিনেটের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল বলেন, নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখার শতভাগ অধিকার ট্রাম্পের রয়েছে৷
ইতোমধ্যে ইউএস এটর্নি জেনারেল উইলিয়াম বার নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে নির্দেশ দেয়। এর জেরে শীর্ষ এক কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এখন পর্যন্ত রিপাবলিকানদের সব নেতারাই ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। তবে অনেকেই হার স্বীকার করে নিতেও পরামর্শ দেন।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন