বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ভোট জালিয়াতির তথ্য দিলেই ১০ লাখ ডলার পুরষ্কার!
ছবি: এলএবাংলাটাইমস
এখন পর্যন্ত নির্বাচন জালিয়াতির কোনো প্রমাণ না পাওয়া গেলেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন অবৈধ ব্যালট গণনার মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে।
২০২০ সালের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট-ইলেক্ট হয়েছেন জো বাইডেন। তবে এখনো হার স্বীকার করেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে জালিয়াতি করা হয়েছে৷
ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে সমর্থন জানিয়েছেন টেক্সাসের রিপাবলিকান ল্যাফটেনেন্ট গভর্ণর ড্যান প্যাট্রিক। সেইসাথে ভোট জালিয়াতির কোনো সঠিক এবং নিশ্চিত তথ্য দিতে পারলে সেই ব্যক্তিকে ১০ লাখ মার্কিন ডলার পুরষ্কারের ঘোষণাও দেন তিনি।
রিপাবলিকানদের মধ্যে ড্যান পেট্রিকই প্রথম যিনি ট্রাম্প এর আইনি পদক্ষেপে আর্থিকভাবে সহায়তা শুরু করেছেন। তিনি বলেন, 'ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির দাবির সাথে আমি একমত। অবশ্যই শুধুমাত্র বৈধ ব্যালটগুলো গণনা করতে হবে ও অবৈধ ব্যালট ফল থেকে বাদ দিতে হবে৷
এখন পর্যন্ত নির্বাচন জালিয়াতির কোনো প্রমাণ না পাওয়া গেলেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন অবৈধ ব্যালট গণনার মাধ্যমে তাঁকে পরাজিত করা হয়েছে। নির্বাচনের ফল না মেনে আইনী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তবে এখন পর্যন্ত কিছু রিপাবলিকানরা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রকাশ্য বিবৃতি দিলেও অধিকাংশ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তাঁরা এখনো জো বাইডেনকে প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবে মেনে নেয়নি।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন