বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
'ডাকা' কর্মসূচি বাতিলের আদেশ অবৈধ: আদালত
ছবি: এলএবাংলাটাইমস
রবিবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের 'ডাকা' কর্মসূচি বন্ধের আদেশকে অবৈধ বলে সাব্যস্ত করেছে।
ট্রাম্প প্রশাসনের DACA (Deferred Action for Childhood Arrivals program) কর্মসূচি বাতিলের আদেশের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। এর ফলে অপ্রাপ্ত বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ১০ লাখের বেশি অভিবাসীর ভাগ্য ফেরার সম্ভাবনা দেখা দিলো।
রবিবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের 'ডাকা' কর্মসূচি বন্ধের আদেশকে অবৈধ বলে সাব্যস্ত করেছে। ফেডারেল বিচারক নিকোলাস গুরাফেইস এই রায় দেন।
বিচারক নিকোলাস গুরাফেইস বলেন, যখন ট্রাম্প প্রশাসন এই বাতিলাদেশ প্রস্তাব করে, তখন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাড ওলফ কর্মরত ছিলেন না। এমনকি তাঁকে সিনেটে শুনানির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়নি। ফলে তাঁর প্রস্তাবিত আদেশ কার্যকর হওয়ার সুযোগ নেই। সুতরাং 'ডাকা' কর্মসূচি বন্ধের আদেশ সম্পূর্ণ অবৈধ।
এর আগে ট্রাম্প প্রশাসন ২০১৭ সালে দশ লাখের বেশি অবৈধ অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সহায়ক ডাকা কর্মসূচি বাতিলের আদেশ প্রস্তাব করেন। তবে তখনই সুপ্রিম কোর্ট এই আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। পরে চ্যাড ওলফ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।
বারাক ওবামা সর্বপ্রথম ডাকা কর্মসূচি জারি করেন। অপ্রাপ্তবয়স্ক যেসব শিশুরা ল্যাটিন আমেরিকা ও অন্যান্য দেশ থেকে বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে আসে, তাদের সুরক্ষায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই কর্মসূচি বন্ধের তৎপরতা শুরু করে।
আদালতের রায়ে ট্রাম্প প্রশাসনের এই আদেশ অবৈধ গণ্য হলেও এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে৷
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন