বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
প্রথমবার ইন্টারকন্টিনেন্টাল মিসাইল উৎক্ষেপণে সফল যুক্তরাষ্ট্র
ছবি: এলএবাংলাটাইমস
লক্ষ্যবস্তু মার্শাল ল্যান্ডে সফলভাবে আঘাত হানার আগে মিসাইলটি ৪ হাজার ২০০ মাইল পাড়ি দেয়।
প্রথমবারের মতো সফলভাবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) উৎক্ষেপণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার একটি নেভি এয়ার বেইজ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেইজে স্থানীয় সময় রাত ১২ টায় ব্যালেস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তু মার্শাল ল্যান্ডে সফলভাবে আঘাত হানার আগে মিসাইলটি ৪ হাজার ২০০ মাইল পাড়ি দেয়।
মিনুটেমান থ্রি ক্লাসের আইসিবিএম টেকনোলজি যুক্ত মিসাইলটি এবারই সফলভাবে উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭০ সাল থেকে মিনুটেনাম ক্লাসের মিসাইল ব্যবহার হলেও ইন্টারকন্টিনেন্টাল মিসাইল উৎক্ষেপণ করতে এবারই প্রথম সফল হলো যুক্তরাষ্ট্র।
এয়ার ফোর্স চীফ অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন এক বিবৃতিতে বলেন, মিসাইল উৎক্ষেপণ সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসাইল কতোটা নিরাপদ ও আধুনিক, এটি এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলো।
তবে এটি শুধুই পরীক্ষামূলক মিসাইল উদ্ভাবন বলে দাবি করেন এয়ার ফোর্সের চীফ অব স্টাফ। কোনো দেশের সাথে যুদ্ধে ব্যবহার হবে না বলেও নিশ্চিত করেন তিনি।
এই ধরণের প্রজেক্টে আরো বেশি অনুদান প্রয়োজন বলেও বিবৃতিতে বলেন জেনারেল চার্লস ব্রাউন।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন