বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
এবার ট্রাম্পের বলির পাঁঠা হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা!
ছবি: এলএবাংলাটাইমস
নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই কর্মকর্তাদের উপর খড়গ চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হোমল্যান্ড সিকিউরিটি অফিশিয়ালের উপর নিজের আক্রোশ মেটাতে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন ট্রাম্প।
মূলত ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনে কারচুপির বিষয়ে একমত ছিলেন না হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা ক্রিস ক্রেবস৷
ক্রিস ক্রেবস সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচনে কারচুপি ও ভোট জালিয়াতির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই অবস্থান নিয়েছেন, সেটি সঠিক নয় বলে মন্তব্য করেছিলেন ক্রিস ক্রেবস।
ক্রিস ক্রেবস আগে এক বিবৃতিতে বলেছিলেন, এবারের নির্বাচনে কোনো ভোট জালিয়াতি হয়নি। কোনো ভোট মুছে ফেলা হয়নি কিংবা যোগ করা হয়নি।
ডোনাল্ড ট্রাম্প ক্রিস ক্রেবসের এই বিবৃতিকে অসত্য দাবি করে টুইটারে লিখেন, ক্রিস ক্রেবসকে বরখাস্ত করা হয়েছে। কারণ নির্বাচন বিষয়ে তাঁর পর্যবেক্ষণ ভুল এবং অসত্য।
ক্রিস ক্রেবসের পরে সিআইএসএ ডেপুটি ডিরেক্টর ম্যাট থ্রাবিসও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন