বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বাইডেনের সাথে গোপনে যোগাযোগ রাখছেন ট্রাম্প কর্মকর্তারা!
ছবি: এলএবাংলাটাইমস
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং রিপাবলিকান পার্টির অনেক নেতা যোগাযোগ করছেন। ডোনাল্ড ট্রাম্পের অফিসের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ মাধ্যমে গোপন এই তথ্য ফাঁস করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় নিজের দলের অনেকে অসন্তুষ্ট। এটি তারই বহিঃপ্রকাশ।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের আইনী প্রক্রিয়ার কারণে এখনো নির্বাচন কমিশন জো বাইডেনের জয়ের ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেনি। ফলে এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে পারেনি টিম বাইডেন৷ বাইডেনের নতুন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া ও ইন্টিলিজেন্স ব্রিফিং আটকে আছে এই কারণে।
ডোনাল্ড ট্রাম্পের অফিসের ঘনিষ্ঠ সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্পের দলের অনেকেই ট্রাম্পের আইনী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দলের মধ্যে, তবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জো বাইডেনকে সহায়তা করতে অনেক রিপাবলিকানই প্রস্তত আছেন।
এদিকে, নির্বাচনে হারার পর থেকে নিজের অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ট্রাম্প অফিসেও পরিস্থিতি ট্রাম্পের খুব একটা অনুকূলে নয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন