বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করছেন বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
২০২১ সালের জানুয়ারির ২০ তারিখ প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন হোয়াইট হাউজে বসার পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করবেন জো বাইডেন।
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের ট্রানজিশন টিমের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহেই কেবিনেটের মনোনয়নের জন্য সদস্যদের নাম ঘোষণা করবেন জো বাইডেন। জো বাইডেনের কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এই সপ্তাহেই এটি জনসম্মুখে ঘোষণা করা হবে৷
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের চীফ অব স্টাফ রন ক্লেইনও বিষয়টি নিশ্চিত করে জানান, খুব দ্রুত কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করা হবে।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন