বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
ক্ষমতা হস্তান্তরের খবরে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার
ছবি: এলএবাংলাটাইমস
ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে ইতোমধ্যে। আর এই খবরে চাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার।
সর্বশেষ খবরে, বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারমূল্য বেড়েছে৷ এরমধ্যে টেসলার শেয়ারমূল্য প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ছাড়িয়েছে। আর এই ধাক্কায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয়স্থানে চলে এসেছেন।
সোমবার ও মঙ্গলবার দুইদিন ধরেই শেয়ারের সূচক বাড়ছে। দ্যা ডো এর শেয়ার পয়েন্ট বেড়েছে ৪০০, যা মোট ১ দশমিক ৪ শতাংশ। এছাড়া এসএন্ডপি ও
নাসদাক বড়সড় লাফ দিয়েছে৷ রাসেল ২০০০ সহ আরো বেশকিছু কোম্পানির সূচকও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে। বিনিয়োগকারীরা স্থিতিশীল বাজার প্রত্যাশা করে বিনিয়োগ করছে৷
স্টক মার্কেটে সূচক বেড়েছে তেলের বাজারেরও। অক্সিডেন্সাল পেট্রোলিয়াম ও ম্যারাথন ওয়েল এর সূচকে বড়সড় লাফ দিয়েছে৷
করোনায় বিপর্যস্ত এয়ার ট্রাভেল কোম্পানিগুলোর সূচকও বাড়ার সম্ভাবনা রয়েছে৷ কার্নিভাল, ডেল্টা ও
ম্যারিয়ট এর বাজার বাড়তে পারে।
শেয়ারের সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এর দাম দ্বিতীয় সর্বোচ্চে পৌঁছেছে৷ ২০১৭ সালের ডিসেম্বরে ক্রিপ্টোকারেন্সির বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিলো ১৯ হাজার ৭৮৩ ডলার। বর্তমান বাজারে এর মূল্য রয়েছে ১৯ হাজার ৪০০ ডলার।
এলএবাংলাটাইমস /ওএম
শেয়ার করুন