বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
করোনা মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ হোন: বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
করোনা মোকাবেলা করতে পুরো জাতিকে একত্রিত হয়ে পুনরায় একতাবদ্ধ হতে আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।
বুধবার (২৫ নভেম্বর) থ্যাংকসগিভিং হলিডের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জো বাইডেন এই আহবান জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, থ্যাংকসগিভিং হলিডের কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণের গতি ৭০ শতাংশ বেড়ে যেতে পারে। সংক্রমণ এড়াতে বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা৷
জো বাইডেনও তাঁর দেওয়া ভাষণে বাসিন্দাদের ঘরে থাকতেই পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এটি সত্যি যে আমাদের দেশ ইতোমধ্যে করোনার কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমাদেরই করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। আমরা ভাইরাসটির সাথে যুদ্ধে লিপ্ত রয়েছি, একে অন্যের সাথে নয়। করোনা মোকাবেলায় আমাদের চেষ্টা দ্বিগুণ করতে হবে৷
ভাষণে করোনায় আক্রান্ত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জো বাইডেন। এই সময় নিজের জীবনের ট্র্যাজেডির কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রিয়জন ছাড়া থ্যাংকসগিভিং পার করা কতো কষ্টের- এটা আমি বুঝি। কিন্তু তবু আমাদের একতাবদ্ধ হতে হবে।
সংক্রমণ এড়াতে দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বাসিন্দাদের যে কোনো ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। সেইসাথে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন